'সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে' প্রতিপাদ্য নিয়ে আগামী ১২ ডিসেম্বর উদযাপিত হতে যাচ্ছে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উৎযাপনের লক্ষ্যে আজ বিকাল ৩টায় ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে এসংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়, দিবসটি উৎযাপনের লক্ষ্যে সাত (৭) সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ ওবায়দুর রহমান, আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু তালেব, সহকারী কমিশনার (ভূমি), ধর্মপাশা, কৃষি কর্মকর্তা জনাব মোঃ নাজমুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব আবু তাহের মোঃ কামরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব হাসিনা আক্তার বানু, উপজেলা সহকারী প্রোগ্রামার জনাব মেহেদী হাসান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জনতা উচ্চ বিদ্যালয়, ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়, বাদশাগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়, বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষকবৃন্দ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS