Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Background

গঠনঃ

ধর্মপাশা উপজেলা দুটি থানা নিয়ে ঘটিত। ধর্মপাশা থানা ও মধ্যনগর থানা। ধর্মপাশা থানা ১৯৪২ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৩ সালে উপজেলা প্রতিষ্ঠিত হয়। উপজেলাটি ১০ টিইউনিয়ন  ১৮২ টি মৌজা এবং৩,৩০৮ টি গ্রাম নিয়ে গঠিত।উপজেলা শহরটি ০১টি মৌজা নিয়ে গঠিত। আয়তন ৩.৯৩ বর্গকিলোমিটার।

ভূপ্রকৃতিঃ

ধর্মপাশা উপজেলা একটি হাওড় প্রধান অঞ্চল। টাংঙ্গুয়ার হাওড়, টগার হাওড়, ধারাম হাওড়, ধানকুনিয়া হাওড়, সোনামড়ল হাওড়, রাউয়ার বিল, শিয়ালদিঘা বিল, সনুয়া হাওড় উল্লেখযোগ্য।

অবস্থানঃ

ধর্মপাশাউপজেলার ভৌগলিক অবস্থান উত্তর অক্ষাংশের২৪ ৪৭ থেকে ২৫ ১২পূর্ব  দ্রাঘিমাংশের  ৯০ ৫৬ থেকে ৯১ ১০মধ্যে।

ঐতিহাসিক ঘটনাবলিঃ

 ১৭৮৭ সালে আসামের দুর্ধর্ষ খাসিয়ারা সেলবরষ, রামদীঘা ও বংশীকুন্ডা পরগনায় আক্রমণ করে নৃশংসভাবে বহুলোককে হত্যা করে। ১২ জুন, ১৮৯৭ সালে এখানে এক ভয়াভহ ভূমিকম্পে বহুলোকের প্রাণহানি ঘটে ও ক্ষয়ক্ষতি হয়। ১৯২২-২৩ সালের সুখাইর নানকার বিদ্রোহ উল্লেখযোগ্য।